 
																
								
                                    
									
                                 
							
							 
                    কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল আলম নুরু (৪০) এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
নুরুকে ডাকাত দাবি করে ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার ভোররাতের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় পাহাড়ের পাশে কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
কক্সবাজার র্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ ক্যাম্পে দায়িত্বরত অফিসার লে. কমান্ডার মাহবুব জানান, গোপন সংবাদের মাধ্যমে র্যাব সদস্যরা অপহরণ ও ডাকাতির খবর পেয়ে দমদমিয়া এলাকায় অভিযানে নামেন।
তার ভাষ্য, এ সময় ডাকাত দল র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। র্যাবও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দল পিছু হটতে বাধ্য হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নুরুকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, র্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় লম্বা বন্দুক, ৪ রাউন্ড গুলি উদ্ধার করেন। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলেও র্যাবের এই কর্মকর্তা দাবি করেন।
নিহত নুরুর মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।