স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৯ ডিসেম্বর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’র। পরদিন ১০ ডিসেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এটি মুক্তি পেতে যাচ্ছে ।
সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন নূরুল আলম আতিক। এতে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, দিলরুবা দোয়েল, স্বাগতা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শাহজাহান সম্রাট, শিল্পী সরকার অপু, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, জোবায়ের, দীপক সুমন প্রমুখ।
১৯৭১ সাল। মুক্তিযুদ্ধর সময় পাকিস্তানি সেনাবাহিনী সৈয়দপুর রেলস্টেশন ও এর আশপাশের এলাকা থেকে প্রায় ৩ হাজার নিরীহ বাঙালিকে ধরে নিয়ে আসে সৈয়দপুর বিমানবন্দর সংলগ্ন স্কুলঘরে। যেটি ছিলো তাদের বন্দিশিবির। এ কাজে তাদের প্রধান সহযোগী ছিল স্থানীয় রাজাকার ও বিহারীরা। বিমানবন্দর রানওয়ে কাজে লাগানো তাদের। দিনরাত পরিশ্রমে অভুক্ত-অর্ধভুক্ত মানুষগুলো অসুস্থ হতে থাকে। যারা অসুস্থ হচ্ছিল তাদের নিশ্চিত ঠিকানা পরপার। পাকিস্তানি সৈন্যরা এমন তিন শতাধিক বন্দি বাঙালি শ্রমিককে নৃশংসভাবে হত্যা করা হয়। এমন প্রেক্ষাপটের গল্পই হলো ‘লাল মোরগের ঝুঁটি’।
এ বিষয়ে পরিচালক নূরুল আলম আতিক জানান, ‘স্বাধীনতার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে আমাদের নিবেদন লাল মোরগের ঝুঁটি ঢাকাসহ দেশের বিভিন্ন সিনেমা হলে প্রদর্শিত হবে ১০ ডিসেম্বর থেকে।
এর আগে গত ৭ নভেম্বর বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় লাল মোরগের ঝুঁটি। পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত সিনেমাটি ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায়।