সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। আজ ডিএসইতে ১০ শতাংশ লেনদেন বেড়ে ২ হাজার ৫০০ কোটি টাকার ঘর অতিক্রম করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ২ হাজার ৫০২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৩২ কোটি ৮৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২৬৯ কোটি ৪৬ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩২৯ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৫টির, দর কমেছে ১৭১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৫০ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৩৭৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১২২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার।