সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :

শাপলা চত্বরে নাশকতায় বিএনপি নেতা আসলাম রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৩৬ পাঠক পড়েছে

২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে নাশকতার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে এদিন মামলার সুষ্ঠু তদন্তের জন্য মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মাহফুজুল হক ভুঁইয়া ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম রাজধানীর মতিঝিলে অবরোধ কর্মসূচি পালনকালে মোহাম্মদ আসলাম চৌধুরীর সঙ্গীয় নেতাকর্মীসহ রমনা মডেল থানাধীন নাইটিঙ্গেল থেকে মৌচাক পর্যন্ত জঙ্গিরূপ ধারণ করে ও বেআইনি জনতাবদ্ধ হয়ে রাস্তার আশপাশে দোকানপাট, মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন গাড়ি ভাঙচুর, পুলিশের সরকারি গাড়ি ভাঙচুর, ব্যাংকের এটিএম বুথ ভাঙচুর, ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580