মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা খুলছে আগামী ২৩ মে থেকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশসহ সারাবিশ্বে অতি সম্প্রতি চলমান করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এরফলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্যসুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় নেওয়া জরুরি হয়ে পড়েছে। এই লক্ষ্যে এই সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ২৩ মে থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রমও অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।