সন্ত্রাস ও ধর্মীয় চরমপন্থা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করেছে ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজ।
বিশ্লেষণের ভিত্তিতে তৈরি মন্তব্য প্রতিবেদনে ইইউ স্বীকৃত ইউরোপের শীর্ষস্থানীয় অলাভজনক সংস্থাটি বলেছে, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিবেশী পাকিস্তান যেখানে ‘চরমপন্থা ও সন্ত্রাসীদের উৎসাহ, আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে’ সেখানে সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের ভূমিকা যথেষ্ট ইতিবাচক।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের কট্টরপন্থি ইসলামি সংগঠন হেফাজতে ইসলাম ও পাকিস্তানের কট্টরপন্থি তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের কার্যক্রম তুলে ধরে সংস্থাটি বলেছে, এ দুই গোষ্ঠী দুই দেশের সরকারের উদ্বেগের কারণ সৃষ্টি করেছে। নিজ নিজ দেশের সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে সহিংস ও প্রাণঘাতী বিক্ষোভে জড়িয়েছে। তবে বাংলাদেশ সরকার হেফাজতের সহিংসতার ভিত্তিতে তাদের দমন করতে সক্ষম হয়েছে।