বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪ জন করোনায় আক্রান্ত ছিলেন এবং ৮ জন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শুক্রবার হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিগত ২৪ ঘণ্টায় ১২ জনসহ গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৬৭ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২৯৭ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
শুক্রবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডের ৩শ’ বেডের স্থলে চিকিৎসাধীন ছিলেন ৩২৩ জন রোগী।
হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১৯ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৫৩ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।
এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার শনাক্তের হার ৪২ দশমিক ৭০ ভাগ। এর আগে বুধবারের রিপোর্টে শনাক্তের হার ছিলো ৫২ দশমিক ৬৫ ভাগ।