বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে কবীর সুমন

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৮২ পাঠক পড়েছে

জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই বাংলার জনিপ্রয় শিল্পী কবীর সুমন। সোমবার ভোরে তাকে কলকাতার শেঠ সুখলাল কর্ণনী মেমোরিয়াল হাসপাতালে (এসএসকেএম) ভর্তি করা হয়।

এ সময় কবীর সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০, যে কারণে তাকে কৃত্রিম অক্সিজেন দিতে হচ্ছে। অন্য ওষুধও চলছে, স্যালাইনও দেওয়া হচ্ছে।

আনন্দবাজার পত্রিকা জানায়, তার উন্নত চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পরবর্তী পদক্ষেপের ব্যাপারে খুব দ্রুত চিকিৎসকরা জানাবেন। তার বুকের এক্স-রে, সিটি স্ক্যান ও রক্ত পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

জীবনমুখী বাংলা গানের জন্য কবীর সুমনের জনপ্রিয়তা দুই বাংলাতেই। ১৯৯২ সালে ‘তোমাকে চাই’ শিরোনামে তার একটি গানের অ্যালবাম ব্যাপক জনপ্রিয়তা পায়।

গানের পাশাপাশি এক সময় তিনি রাজনীতিতেও সক্রিয় হন। পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও সিঙ্গুর আন্দোলনে কবীর সুমন ছিলেন তৃনমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে। যাদবপুর থেকে তৃণমূলের হয়ে বিধানসভা সদস্যও হন একবার। পরে তৃণমূল ছেড়ে দেন তিনি।

কবীর সুমনের আগের নাম সুমন চট্টোপাধ্যায়। ধর্মান্তরিত হয়ে কবীর সুমন নাম নেন তিনি। ১৯৪৯ সালের ১৬ মার্চ ভারতের ওডিশায় তার জন্ম।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580