বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী (এমপি) বলেছেন, সব দিক দিয়ে দেশ সামনের দিকে অগ্রসর হচ্ছে। দেশ উন্নত হচ্ছে, বিমান ব্যবস্থার উন্নতি হচ্ছে। দেশে উন্নতমানের বাসগুলো আসছে। বাংলাদেশ একটা সমবৃদ্ধ দেশ। একটা দেশের পর্যটন বিকাশ করতে গেলে ৭টি জিনিসের প্রয়োজন হয়। এই ৭টি আমাদের আছে। আর তা হচ্ছে পাহাড়,পর্বত, নদী, সমুদ্র, খালবিল, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। মাধবপুর বাসষ্ট্যান্ড বিষয়ে তিনি বলেন, সরকারি জায়গা উদ্ধার করে বাসষ্ট্যান্ড করা হবে। যারা সরকারি জায়গা দখল করবে তাদের হাত-পা ভেঙে দেয়া হবে।
সোমবার সকালে মাধবপুর উপজেলা পরিষদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহ হস্তান্তর, টেকসই আবাসন হস্তান্তর, ভিক্ষুক পুনর্বাসন, কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ, বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আশ্রাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যাদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন আহামেদ, পৌর মেয়র হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বেনু রঞ্জন রায়, এলজিইডি কর্মকর্তা মো. শাহ আলম, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, ইউপি চেয়ারম্যান মো. আপন মিয়া, আরিফুর রহমান আরিফ, শফিকুল ইসলাম, বাবুল খান, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, মো. আইয়ুব খান ও সাংবাদিকসহ আরও অনেকে।