দৈনিক আজকের সংবাদ পত্রিকার সাংবাদিক মো: মেহেদী হাসানের মেজো ভাই জালাল ষ্ট্যাম্প এন্ড প্রিন্টিং হাউস চট্টগ্রাম’র কর্ণধার মো: ওমর ফারুক ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে শুক্রবার সন্ধ্যা ৬.৫০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৯ বৎসর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, মা, দুই ভাই ও চার বোনসহ আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ঝলম গ্রামের মরহুম মো: আমিন উল্লা সওদাগরের তিন ছেলের মধ্যে দ্বিতীয় সন্তান। মো: ওমর ফারুক ধার্মিক, বন্ধুবৎসল, সাদাসিধে প্রকৃতির মানুষ ছিলেন।
গত ১০ জুন শুক্রবার ব্রেইন স্ট্রোক হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে ব্রেইন স্ট্রোক জনিত কারনে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তিনি চলে গেলেন না ফেরার দেশে। মরহুম মো: ওমর ফারুকের নামাজে জানাজা শনিবার সকাল ১০টায় গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ঝলম গ্রামে অনুষ্ঠিত হয়। এরপর মসজিদ সংলগ্ন পারিবারিক গোরস্থানে তার পিতার কবরের পাশেই সমাহিত করা হবে। মরহুমের রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে। দৈনিক আজকের সংবাদ পরিবারের পক্ষ থেকে তার বিদেয়ী আত্তার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।