বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক প্রকাশক সোসাইটি (বিএসএসপিএস) অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেছেন। পাশাপাশিএকজন পেশাদার সাংবাদিককে হেনস্থা করার এই ন্যাক্কারজনক ঘঠনার সুষ্ঠ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে বিএসএসপিএস ‘র সভাপতি এস. এম. আবু সাইদ ও সাধারণ সম্পাদক রফিক উল্লাহ সিকদার এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কোন তথ্যের জন্য সাংবাদিকদের ফাইল ধরে টানাটানি করতে হয়না। সরকারের লোকেরাই সাংবাদিকদের তথ্য সরবরাহ করে থাকে। কিন্তু পেশাগত দায়িত্ব পালনকালে রোজিনাকে আটকে রেখে যেভাবে তাকে অপদস্থ করা হয়েছে, তা অমানবিক ও ন্যক্কারজনক। তারা বলেন, দুর্নীতির নানাবিধ অভিযোগে অভিযুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ সাংবাদিক সমাজ মেনে নিবে না। এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তাদের বরখাস্ত করাসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।