সাতই মার্চের একটি ভাষণ
দেয় ঘুরিয়ে মোড়,
বাঙ্গালি পায় পথের দিশা
পায় যে মনের জোর।
সেই ভাষণে শিরায় শিরায়
আগুন যেন ছুটে,
আশার মাঠে ভাষার ডালির
রক্ত কমল ফুটে।
সেই ভাষণে জাতির মনে
আসল ফিরে বল,
বইল নদী উজান নায়ে
জল যে ছলাৎ ছল!
তর্জনীটা উঁচিয়ে কবি
দিলেন জোরে হাঁক,
দৃঢ়কণ্ঠে প্রত্যয়ে তাঁর
স্বাধীনতার ডাক।
জ্বালাময়ী ভাষণ যেন
মুক্তো হয়ে ঝরে,
বলল এবার দূর্গ গড়
সবার ঘরে ঘরে।