সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :

সাভারে পহেলা বৈশাখ উপলক্ষে উপহার সামগ্রী বিতরন

আপেল মাহমুদ (সাভার)
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ১৬১১ পাঠক পড়েছে
সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে পহেলা বৈশাখ উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের বিনা প্রতিদ্বন্দিতায় পর পর দুইবারের সফল চেয়ারম্যান ফখরুল আলম সমর।গতকাল (১৪ এপ্রিল) বৃহস্পতিবার সকালে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।এ সময় হতদরিদ্র প্রায় ১৫০ টি পরিবারের মাঝে উপহার সামগ্রী ও বস্ত্র বিতরন করা হয়।যথাঃ-ভিজিডির উদ্দ্যেগে ৩০ কেজি চাল এবং চেয়ারম্যান সমর এর নিজস্ব অর্থায়নে পোলার চাল ১ কেজি,সয়াবিন তেল ১ কেজি,পেয়াজ ১ কেজি,আলু ১ কেজি,সেমাই ও গুড়া দুধ এবং  শাড়ি বিতরন করা হয়।এ সময় ফখরুল আলম সমর বলেন,প্রথমেই সাভার উপজেলাবাসী কে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই,পহেলা বৈশাখ বাঙ্গালি জাতির প্রানের উৎসব,এই দিনটি বাঙ্গালি জাতি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালন করে থাকে।আজ পহেলা বৈশাখ উপলক্ষে আমি ব্যাতিক্রমী আয়োজন করে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি মাত্র।গত বছরের সকল গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাই,নতুন বছরে একটাই কামনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ কে স্বর্নশেখরে পৌছে দেওয়ার।পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।
অন্যান্যের মধ্যে আরো ও উপস্থিত ছিলেন,তেঁতুলঝোড়া  ইউনিয়ন পরিষদের সচিব,মীর আব্দুল বারেক ও উক্ত ইউনিয়নের সকল সদস্যবৃন্দরা।
উল্লেখ্যঃ সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারন সম্পাদক ও তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ্য ছিলেন, চিকিৎসার জন্য ভারতের চেন্নাই থেকে গতকাল রাতে বাংলাদেশে পৌছান এবং দেশে ফিরেই ইউনিয়নবাসীর দুঃখ কষ্টের কথা চিন্তা করে নিজে বিশ্রাম না নিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580