বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :

সাভারে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, গ্রেফতার ১০

সাভার (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩১৯ পাঠক পড়েছে

সাভারে আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছে মোহাম্মদ রাব্বি হোসেন (২৫) নামে এক পুলিশ। এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে গ্রেফতার আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এরআগে, মঙ্গলবার রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পূর্বপাশে আনন্দপুর বাসস্ট্যান্ডে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- সাব্বির হোসেন, জহিরুল ইসলাম, লাল মিয়া, মোহাম্মদ আলী, রহিম বাবু, রাশেদ, নজরুল ইসলাম খান, আলামিন, কামাল হোসেন ও সুজন শিকদার।
আহত পুলিশ সদস্য হলেন- টাঙ্গাইলের নগরপুর এলাকার রাকিবের ছেলে রাব্বি হোসেন। তিনি সাভার থানায় পুলিশ সদস্য (কনস্টবল) হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, আনন্দপুর মহল্লার কয়েকজন সন্ত্রাসী ওই বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা বাসের স্টাফদের কাছে চাঁদা দাবি করে আসছিল। মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা চাঁদার টাকা আনতে গিয়ে ইকবালের হাত-পা বেঁধে মারধর করে। পরে পাশে থাকা এক পথচারী জাতীয় জরুরি সেবা সার্ভিস ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা কনস্টেবল রাব্বীর (২৪) পেটে ছুরিকাঘাত করে। এসময় পুলিশ সদস্যরা ১০ জনকে আটক করে। রক্তাক্ত অবস্থায় রাব্বীকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় বুধবার সকালে বাসের স্টাফ ইকবাল ও পুলিশ বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত ১০ জন ছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরো ১০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580