সাভার উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল (২৩ ফেব্রুয়ারী) বুধবার দুপুরে উপজেলা সভাকক্ষে এই সভা সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা,এনামুর রহমান এমপি,বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এসময় সাভার উপজেলার আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে সভায় মতবিনিময় করা হয়। যথা: মাদক,সন্ত্রাস,ভূমিদস্যূ,নারী নির্যাতন,কিশোর গ্যাং নির্মূলে করনীয় বিষয়গুলো প্রাধান্য দেয়া হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব বলেন,সাভার উপজেলায় কোনো প্রকার অপরাধ মূলক কর্মকান্ড করতে দেয়া হবে না।সে যেই হোক না কেনো,অপরাধীদের কঠোর হস্তে দমন করা হবে।এ সময় তিনি মাদক ব্যবসায়ী, নারী নির্যাতনকারী এবং কিশোর গ্যাং ও তাদের মদদ দাতাদের করা হুশিয়ারী দিয়ে বলেন এখনও সময় আছে এইসব অপরাদ মূলক কর্মকান্ড ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন ভালো হবে,অন্যথায় পরিনতি ভয়াবহ।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান,আশুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর,ভাকু্র্তা ইউপি চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন,কাউন্দিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,সাভার সদর ইউপি চেয়ারম্যান সোহেল রানা,আমিন বাজার ইউপি চেয়ারম্যান রকিব আহমেদ,পাথালিয়া ইউপি চেয়ারম্যান পাড়ভেজ দেওয়ান,শিমুলিয়া ইউপি চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম এবং ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ মাষ্টার,সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল প্রমূখ সহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দরা।