মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :

সাভার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

আপেল মাহমুদঃ
  • প্রকাশিত সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৬৫৩ পাঠক পড়েছে
সাভার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল (১৫ নভেম্বর)সোমবার বেলা ১২ ঘটিকায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। সাভার উপজেলা নির্বাহি অফিসার মো: মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা,এনামুর রহমান এমপি,আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
এ সময় প্রধান উপদেষ্টা মাননীয় প্রতিমন্ত্রী ডা, এনামুর রহমান এমপি, বর্তমান পরিস্থিতিতে সারা দেশের অনাকাঙ্ক্ষিত সহিংসতার ঘটনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সাভার উপজেলাকে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার,সন্ত্রাসী, চাঁদাবাজি, কিশোর গ্যাং,ইভটিজিং,মাদক মুক্ত করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। পরে উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক(ইন্টেলিজেন্স) জামাল সিকদার, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪) এর ডেপুটি এসিস্ট্যান্ট ডাইরেক্টর মো: জাফর আলী শেখ,নাগরিক কমিটির প্রতিনিধি সালাউদ্দিন খান নঈম,সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হেসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি, সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন,আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর,ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ মাষ্টার,আমিন বাজার ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,সাভার উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য রাজু আহমেদ,সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল প্রমুখ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580