সিনিয়র সচিব হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন। সোমবার (৫ এপ্রিল) জাফর উদ্দীনকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিনিয়র সচিব করার পর তাকে বাণিজ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জাফর উদ্দীনকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। এর আগে তিনি ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ওই বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব হিসেবে কর্মরত ছিলেন। এ পদে যোগ দেয়ার আগে তিনি অর্থ বিভাগে অতিরিক্ত সচিব (বাজেট ও সমষ্টিক অর্থনীতি) ছিলেন।
সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৪ জন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। ২০১২ সালের ৯ জানুয়ারি তৎকালীন মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে।