বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :

সিনোফার্মের টিকা নিলেন আরও ৫৬৯২ জন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩১৭ পাঠক পড়েছে

সারাদেশে চীনের তৈরি সিনোফার্মের করোনা টিকা নিয়েছেন আরও ৫ হাজার ৬৯২ জন। তাদের মধ্যে পুরুষ ২ হাজার ৪৭৫ জন এবং নারী ৩ হাজার ২১৭ জন।

বুধবার (২৩ জুন) দেশের বিভিন্ন হাসপাতালে তারা টিকা নেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশের আট বিভাগে সিনোফার্মের টিকা নিয়েছেন ২৭ হাজার ৯৬৮ জন। তাদের মধ্যে পুরুষ ১৩ হাজার ২২ জন এবং নারী ১৪ হাজার ৯৪৬ জন।

আজ টিকাগ্রহণকারী ৫ হাজার ৬৯২ জনের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৫৪১ জন, ময়মনসিংহ বিভাগে ২৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬৩ জন, রাজশাহী বিভাগে ৬২৮ জন, রংপুর বিভাগে ৮৪২ জন, খুলনা বিভাগে ১ হাজার ১৩৫ জন, বরিশাল বিভাগে ১৭১ জন ও সিলেট বিভাগে ৩৬৫ জন টিকা নেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আজ ৭৯৯ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৩২০ জন ও নারী ৪৭৯ জন।

গত ১৯ জুন থেকে রাজধানীসহ সারাদেশে চীনের উপহার দেয়া ১১ লাখ ডোজ করোনা টিকাদান শুরু হয়। তার আগে রাজধানীর কয়েকটি হাসপাতালে পরীক্ষামূলকভাবে কিছু সংখ্যক মানুষকে এই টিকা দেয়া হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580