সিরিয়ার রাজধানী দামাস্কে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দেশটির সেনাবাহিনীর ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন। সিরিয়ার রাষ্ট্রিয় টেলিভিশনের বরাত দিয়ে বুধবার আল জাজিরা এ খবর জানিয়েছে।
হতাহতের শিকার হওয়া ওই সেনা সদস্যরা একটি বাসে করে যাচ্ছিলেন। পথেই রাস্তার পাশে থাকা দুটি বোমা বিস্ফোরিত হয়।
বুধবার সকালে সিরিয়ার রাষ্ট্রিয় টেলিভিশনে মধ্য দামাস্কের হাফিজ আল আসাদ সেতুতে ওই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাসটি দেখানো হয়। টেলিভিশন সংবাদে বলা হয়, শিশুরা যখন স্কুলে যাচ্ছিল এবং চাকুরিজীবীরা তাদের কাজে, সে সময় এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।
কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। তবে সিরিয়ার কর্মকর্তারা এটাকে ‘সন্ত্রাসী’ হমলা বলে বর্ণনা করেছেন।
সিরিয়ার কিছু এলাকায় এখনও জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্ট্যাট) সক্রিয় রয়েছে। তারা প্রায়ই দেশটির সরকারি বাহিনীর ওপর হামলা চালিয়ে থাকে। বিশেষ করে সিরিয়ার মরু অঞ্চলগুলোয় তারা বেশি সক্রিয়।