ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন স্থানীয় গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেন।
শনিবার (২৫ ডিসেম্বর) সকালে ঝালকাঠি সদর থানায় বাদী হয়ে এ মামলা করেন করেন তিনি।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে এসে ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চের ইঞ্জিনরুম থেকে আগুনের সূত্রপাত হয়। লঞ্চটি রাত তিনটার দিকে ঝালকাঠি টার্মিনালের কাছাকাছি পৌঁছালে এ আগুন ছড়িয়ে যায়। পরে লঞ্চটি সদর উপজেলার দিয়াকুল এলাকায় গিয়ে নদীর তীরে নোঙর করে। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সর্বশেষ খবর অনুযায়ী এ ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে।