স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সুন্দরবনে ১০০ কুমিরছানা অবমুক্ত করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বনের চারটি রেঞ্জের বিভিন্ন স্পটে ছানাগুলো ছাড়া হয়। এর মধ্যে খুলনা রেঞ্জে ২০টি, সাতক্ষীরায় ২০টি, চাদপাই রেঞ্জে ৪০টি ও শরণখোলা রেঞ্জে ২০টি।
চাদপাই রেঞ্জের করমজলে অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী বেগম হাবিবুন্নাহার, বনসংরক্ষক মো. আমীর হোসেন, মিহির কুমার দে, ডিএফও বেলায়েত হোসেন প্রমুখ।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা আ. মান্নান জানান, তার নেতৃত্বে বনের আলীবান্দা, শাপলা ও মরাভোলা অভয়ারণ্য এলাকায় ২০টি কুমিরছানা অবমুক্ত করা হয়।