রূপসা (খুলনা) প্রতিনিধি: জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, রূপসা প্রেসক্লাবের উপদেষ্টা এ্যাড.সুজিত অধিকারী বলেছেন স্বচ্ছ সাংবাদিকতা পৃথিবীর যে কোন পেশা থেকে আলাদা। সাংবাদিকতার মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের সেবা নিশ্চিত করা যায়। তেমনি সাংবাদিকরা দেশ থেকে অনাচার, অত্যাচার, ব্যাভিচার সর্বপরী সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ করতে পারে। এ কারনে বিভিন্ন সময়ে এ দেশের খ্যাতিমান সাংবাদিক প্রাণ দিয়েছে। আর তাদের রক্তের বিনিময়ে এ দেশের মানুষ পেয়েছে তাদের অধিকার।
তিনি আরও বলেন বর্তমান সরকার সাংবাদিকদের মূল্যায়নে এবং তাদের স্বাধীনতা প্রকাশে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিগত জোট সরকার সাংবাদিকদের স্বাধীনতার উপরে হানা দিয়েছিল বলেই তারা এ দেশের মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এ্যাড. সুজিত আজ ৫ জুন রূপসা প্রেসক্লাবের সাধারণ সভা ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল্লাহ, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মান, উপজেলা কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, জেলা কৃষকলীগ সভাপতি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহম্মেদ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, নৈহাটি ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, টিএসবি ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর শেখ, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান সাধন অধিকারী, যুব উন্নয়ন কর্মকর্তা মো: আবু বকর মোল্লা, পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, প্রেসক্লাব উপদেষ্টা মো: আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মোল্লা, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হারুনার রশিদ। রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি রবিউল ইসলাম পলাশ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, প্রধান শিক্ষক হায়দার আলী, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, সাইফুল ইসলাম বাবলু, রাজু আহম্মেদ খান শহিদ, সহ সভাপতি খান মিজানুর রহমান, খুলনা প্রেসক্লাব সদস্য গোলাম মোস্তফা, রূপসা প্রেসক্লাবে সাবেক সা: সম্পাদক ভোলানাথ রায়, তরিকুল ইসলাম ডালিম, সহ সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক খান আ: জব্বার শিবলী, দপ্তর সম্পাদক এমডি অলিদ শেখ, ইসলামি ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আ: সালাম, কর্ণপুর যুব সংঘের সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ, সাংবাদিক সুমন কুমার দে, হামিদুল হক, এম এ আজিম, হোসাইন আহমেদ, তৌহিদুল ইসলাম কচি, বেনজির আহম্মেদ, ফ.ম আইয়ুব আলী, আ: কাদের, চিত্ত রঞ্জন সেন, মো: আকতার খান, নাইমুজ্জামান শরিফ, রেজাউল ইসলাম তুরান, ছাত্রনেতা খায়রুল বাসার, তাপস বিশস, নীলমনি প্রমুখ।