চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর দিক নির্দেশনা মোতাবেক গত শুক্রবার মো: ফজলুল কাদের চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা, হাটহাজারী রেঞ্জ এর নেতৃত্বে জঅই -৭ এর RAB-২ হাটহাজারী ক্যাম্প ও সঙ্গীয় স্টাফ এর সহযোগীতায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের কাটিরহাট নামক এলাকায় মাইক্রোবাস যোগে পাঁচারের সময় ২ জন পাঁচারকারীসহ ৩ টি তক্ষক উদ্ধার করা হয়।
যার মধ্যে ২ টি Gekkonidae পরিবারের G.gecko প্রজাতির তক্ষক, যার দৈর্ঘ্য যথাক্রমেঃ সাড়ে ৭ ইঞ্চি ও সাড়ে ৮ ইঞ্চি। এবং ১ টি বিরল প্রজাতির তক্ষক। যার স্থানীয় নাম হাঁস পা তক্ষক, দৈর্ঘ্য সাড়ে ১১ ইন্চি। পরবর্তীতে ধৃত আসামী হাটহাজারী থানায় সোপর্দ করা হয় এবং তক্ষক’গুলো গতকাল শনিবার RAB সদস্য ও গন্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে হাটহাজারী বন বিটের গহীনে অবমুক্ত করা হয়।
বনজ দ্রব্যের পাশাপাশি ধারাবাহিকভাবে বন্যপ্রানী পাঁচার রোধ তথা বন্যপ্রানী সংরক্ষণে ভুমিকা রেখে যাচ্ছে “চট্টগ্রাম উত্তর বন বিভাগ” বি’ব’ক মহোদয়ের তথ্য অনুযায়ী সফল অভিযান পরিচালনার জন্য RAB সদস্যসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বন্যপ্রানী বনেরই অংশ। বন্যপ্রানী বাঁচলে বন বাঁচবে, তাই এদের সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।