লালমনিরহাটের হাতীবান্ধায় বজ্রপাতে হানিফ আহমেদ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে ৷ এঘটনায় এক নারীসহ আহত হয়েছেন পাঁচজন।
শনিবার সকালে উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে হানিফের মৃত্যু হয়।
মৃত হানিফ আহমেদ উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকার জমসের আলীর ছেলে।
আহতরা হলেন, উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকার নুর ইসলামের ছেলে লুৎফর রহমান (৩৫), আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল করিম (২৯), মৃত আকবর হোসেনের ছেলে আব্দুল্লাহ (৪০), টংভাঙ্গা পশ্চিম বেজ গ্রামের শহিদুল ইসলামের ছেলে এজাজুল ও পাটিকাবাড়ি এলাকার গোলাম রাব্বানীর স্ত্রী নাছিমা বেগম (২৬)।
জানাগেছে, শনিবার সকালে বাড়ির পাশে অবস্থিত জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন কৃষক হানিফ আহমেদ। এতে বজ্রপাতে আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হানিফ আহমেদকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম বলেন, হানিফ আহমেদকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। এছাড়া বজ্রপাতে আহত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর চারজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
এ বিষয়ে সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।