বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

হাসপাতালে গৃহবধূর লাশ রেখে স্বজনদের পলায়ন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ২৬৮ পাঠক পড়েছে

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে হেনা বেগম (২০) নামে এক গৃহবধূর লাশ ফেলে রেখে পালিয়ে গেছেন স্বজনরা।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে গৃহবধূর মৃত্যুর পর এ ঘটনা ঘটে।

হাসপাতালের রেজিস্টার খাতা থেকে ওই গৃহবধূর পরিচয় পাওয়া গেছে। তিনি জেলার নাসিরনগর উপজেলার পুকিরদিয়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী।

জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স আতিকুর রহমান জানান, গতকাল বুধবার সন্ধ্যায় এক নারী ও দুজন পুরুষ হেনা আক্তার নামের এক গৃহবধূকে জরুরি বিভাগে নিয়ে আসেন।

এ সময় তারা নিজেদের ওই গৃহবধূর স্বজন পরিচয় দিয়ে জানান, তিনি চালের পোকা মারার কিটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুজ্জামান হিমেল ওই গৃহবধূকে দেখে মৃত ঘোষণা করেন। ওই চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আধা ঘণ্টা আগেই তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে।

মৃত্যুর সংবাদের পর তার সঙ্গে আসা ওই নারী ও দুই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে লাশ হাসপাতালের মর্গে রাখা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘আমরা লাশ ফেলে যাওয়ার বিষয়টি লোক মারফত জানতে পেরেছি। এরপর হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। মূল ঘটনা এখনও জানা যায়নি। তদন্তসাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580