গত দুই অলিম্পিকস আসরে ৫ হাজার ও ১০ হাজার মিটারে একচ্ছত্র্য আধিপত্য ছিল ব্রিটেনের মোহাম্মদ ফারাহর। এবারে অলিম্পিকসে তিনি কোয়ালিফাই করতে না পারলে, সুযোগ ছিল নতুন কোনো চ্যাম্পিয়নের সামনে।
সেই সুযোগটা লুফে নিলেন সেলেমন বারেগা। ইথিওপিয়ার এই দৌড়বিদ ২৭ মিনিট ৪৩.২২ সেকেন্ড সময় নিয়ে ১০ হাজার মিটারে স্বর্ণ জিতেছেন।
এই ইভেন্টের ফেভারিট ও বিশ্ব রেকর্ডধারী অ্যাথলিট জশুয়া চিপতেগেই ফেভারিট হিসেবে শুরু করলেও স্বর্ণ জিততে পারেননি। উগান্ডার এই দৌড়বিদ সময় নিয়েছেন ২৭ মিনিট ৪৩.৬৩ সেকেন্ড।
ব্রোঞ্জ জিতেছেন চিপতেগেইর স্বদেশী জাকব কিপলিমো। তিনি সময় নেন ২৭ মিনিট ৪৩.৮৮ সেকেন্ড।
শুরুর ৬ ল্যাপে এগিয়ে ছিলেন উগান্ডার আরেক রানার স্টেফান কিসা। বারেগা ও কেনিয়ার রোনেক্স কিপতুরো ছিলেন তার পেছনে। মাঝামাঝি অবস্থানে ছিলেন চিপতেগেই।
রেসের ২ কিলোমিটার বাকি থাকতে চিপতেগেই সবাইকে পেছনে এলে সামনে চলে আসেন।
শেষ ল্যাপে ক্যানাডার মোহাম্মেদ আহমেদ, ইথিওপিয়ার বারেগা, ইয়োমিফ কেজেলচা ও বেরিহু আরেগাউই পেছনে ফেলেন চিপতেগেইকে।
২০০ মিটার বাকি থাকতে লিড নেন বারেগা। শেষ পর্যন্ত ধরে রাখেন তার লিড ও জিতে নেন স্বর্ণ পদক।