চলচ্চিত্রের মুভিলর্ড’খ্যাত মনোয়ার হোসেন ডিপজল তার ঘোষণা অনুযায়ী একের পর এক সিনেমা নির্মাণ করে যাচ্ছেন। গত আড়াই মাসে তিনি নতুন দুইটি সিনেমার কাজ শেষ করেছেন। সিনেমা দুইটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। এর একটি হচ্ছে, ‘অমানুষ হলো মানুষ’ আর অন্যটি ‘বাংলার হারকিউলিস’।
নতুন খবর হচ্ছে, প্রতি মাসের ১৬ তারিখ থেকে ডিপজল নতুন সিনেমার কাজ শুরু করবেন। গত মাসের ১৬ তারিখ শুরু করেছিলেন ‘বাংলার হারকিউলিস’র কাজ। একটানা শুটিং করে গত সপ্তাহে এর কাজ শেষ করেছেন তিনি। আর আগামী ১৬ মার্চ থেকে শুরু করবেন নতুন সিনেমার কাজ।
ডিপজল বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি প্রায় এক ডজন সিনেমার স্ক্রিপ্ট তৈরি করেছি। সব প্রস্তুতি শেষে এখন এগুলোর কাজ শুরু করেছি। ইতিমধ্যেই দুটির কাজ শেষ হয়েছে। ১৬ তারিখ থেকে নতুন সিনেমার কাজ শুরু করব।’
তিনি আরও বলেন, ‘সিনেমার যে দুর্দশা চলছে, তা কাটিয়ে উঠতে ভাল গল্পের নতুন সিনেমা প্রয়োজন। একের পর এক সিনেমা মুক্তি দিলে স্থবির হওয়া চলচ্চিত্র চাঙ্গা হয়ে উঠবে। কর্মহীন মানুষজন আবারও কাজের সুযোগ পাবে। এর আগে, ২০০৬ সালে চলচ্চিত্র যখন অশ্লীল সিনেমার আগ্রাসনে নিমজ্জিত ছিল, তখন “কোটি টাকার কাবিন”, “চাচ্চু”, “মায়ের হাতে বেহেস্তের চাবি”সহ একের পর এক গল্পসমৃদ্ধ সুস্থ ধারার সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম। রিস্ক নিয়েই এ কাজ শুরু করি। আমি মনে করি, চলচ্চিত্রের দুর্দশ কাটাতে কাউকে না কাউকে উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। তাই চলচ্চিত্রের বর্তমান স্থবির অবস্থা কাটাতে আমি আবারও একের পর এক সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছি।’
উল্লেখ্য, ‘অমানুষ হলো মানুষ’ ও ‘বাংলার হারকিউলিস’ সিনেমায় জুটি বেঁধেছেন মৌ খান ও নাদিম। দুটি সিনেমাই নির্মাণ করছেন মনতাজুর রহমান আকবর।