দীর্ঘ বিরতির পর ভারত সরকার বিদেশিদের জন্য আগামী ১৫ অক্টোবর থেকে ট্যুরিস্ট ভিসা চালু করছে। তবে প্রথম দিকে পর্যটকদের শুধুমাত্র চার্টার্ড ফ্লাইটে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আর যারা নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটে ভারত সফর করতে চান তাদের ১৫ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী ১৫ নভেম্বর থেকে বিদেশিদের নতুন করে পর্যটন ভিসা দেওয়া শুরু করবে ভারত। তবে যারা চার্টার্ড ফ্লাইটে করে ভারতে যাবেন তাদের আগামী ১৫ অক্টোবর থেকে ভিসা দেওয়া হবে।
গত বছরের মার্চে দেশজুড়ে লকডাউন ঘোষণার পর থেকে কভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত পর্যটন, আতিথেয়তা এবং বিমান পরিবহন খাতকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা হিসেবে ভারতের সরকার এই পদক্ষেপ নিয়েছে। এ জন্য প্রথম পাঁচ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে ভিসা দেওয়ার কথাও গত ১৯ সেপ্টেম্বর জানিয়েছিল নয়াদিল্লি।