২০৩১ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত সাদা বলের বিশ্ব আসরের আয়োজক চূড়ান্ত করেছে আইসিসি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। পরের বছর চ্যাম্পিয়নস ট্রফি এককভাবে আয়োজন করবে পাকিস্তান। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।
দীর্ঘ বিরতির পর আফ্রিকা মহাদেশে ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ক্রিকেটের বিশ্ব আসরগুলো এককভাবে আয়োজনের দায়িত্ব পায়নি কেউ। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে। পরের বছরের চ্যাম্পিয়নস ট্রফি হবে ভারতে। ২০৩০ সালের ওয়ানডে বিশ্বকাপ বসবে তিন দেশে। ইংল্যান্ডের সঙ্গে যৌথ আয়োজক হিসেবে রয়েছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।