নোবেলজয়ী সাহিত্যিক এবং বিশ্ব খ্যাত সংগীতশিল্পী বব ডিলানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন এক নারী। সেই নারীর দাবি ১৯৬৫ সালে তার বয়স যখন ১২, তখন তিনি ডিলানের নির্যাতনের শিকার হন।
অভিযোগে আরও বলা হয়েছে, ডিলান সংগীতশিল্পী হিসেবে নিজের মর্যাদা কাজে লাগিয়ে সেই নারীকে মাদক সরবরাহ করে এবং একাধিকবার যৌন নির্যাতন করে।
৫৬ বছর আগে নিউ ইয়র্কের চেলসি হোটেলে ডিলানের অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে বলে উল্লেখ করেন সেই নারী।
ডিলানের মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এই দাবিটি অসত্য এবং এটি প্রমাণ করা হবে।
২০১৬ সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান বব ডিলান। নি পৃথিবীর প্রথম গীতিকার যিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। তার ‘লাইক আ রোলিং স্টোন’, ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’ এখনও মানুষের মুখে মুখে ফেরে।
১৯৬০-এর দশক থেকে পাঁচ দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয় ধারার মার্কিন সংগীতের অন্যতম প্রধান পুরুষ হিসেবে পরিচিত ডিলান। তার সর্বশেষ অ্যালবাম ‘ক্রিসমাস ইন দ্য হার্ট’ প্রকাশ পায় ২০০৯ সালে।
এখন পর্যন্ত তার বিক্রিত রেকর্ডের সংখ্যা ১০ কোটিরও বেশি। তিনি ১৯৭১ সালের ১ আগস্ট জর্জ হ্যারিসন আয়োজিত ‘দ্যা কনসার্ট ফর বাংলাদেশ’ এ সংগীত পরিবেশন করেন।