আগামী ১৮ এপ্রিল পর্যন্ত করেনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ দীর্ঘায়িত করবে জার্মানি। সেই সঙ্গে দেশটি এ ভাইরাসে সংক্রমণের হার বৃদ্ধির লাগাম টেনে ধরার লক্ষ্যে ইস্টার উদযাপনকে সামনে রেখে পাঁচ দিনের কঠোর লকডাউনে যাচ্ছে। আঞ্চলিক নেতাদের সাথে ম্যারাথন আলোচনার পর মঙ্গলবার সকালে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এ কথা বলেন। খবর এএফপি’র।
সাংস্কৃতি, অবসর এবং ক্রীড়া কেন্দ্র বন্ধ রাখাসহ বিদ্যমান বিভিন্ন পদক্ষেপের মেয়াদ বাড়ানোর পাশাপাশি মার্কেল ও জার্মানির ১৬টি রাজ্য প্রধানমন্ত্রী আগামী ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে কঠোর লকডাউন আরোপ করার ব্যাপারে সম্মত হয়েছেন।
খবরে বলা হয়, এ পাঁচ দিন দেশের প্রায় সকল দোকান-পাট বন্ধ থাকবে এবং ইস্টার পালন উপলক্ষ্যে ধর্মীয় সেবাদান কর্মসূচি অনলাইনে চলবে। আগামী ৩ এপ্রিল শনিবার কেবলমাত্র মুদি দোকানগুলো খোলা রাখার অনুমতি পাবে।