বিয়ের মাত্র তিনদিন আগে কক্সবাজারের রামুতে এক তরুণীর মুখে অ্যাসিড ছুঁড়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় অভিযুক্ত নুরুল আবছারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অ্যাসিড হামলার শিকার তৈয়বা নামের ওই তরুণী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, পাওনা আদায় নিয়ে বিরোধের জেরে এ হামলা চালিয়েছে প্রতিবেশী বাদশা মিয়া ও তার ছেলে নুরুল আবছার।
তারা জানায়, তিন মাস আগে বকেয়া পাওনা নিয়ে তৈয়বার ভাই আজিজ মাওলার সঙ্গে প্রতিবেশী নুরুল আবছারের বিরোধ হয়।
এতে ক্ষিপ্ত হয়ে বিয়ে ভণ্ডুল করতে সোমবার রাতে তৈয়বাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে নুরুল ও তার সহযোগীরা। আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় স্বজন ও প্রতিবেশিরা।