বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :

রবি-নাসির প্যানেলের নির্বাচনী ইশতেহার ঘোষণা

নিউজ ডেক্স:
  • প্রকাশিত সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৫৭৮ পাঠক পড়েছে

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ-২০২১ নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের প্যানেল নীল দলের রবিউল-নাসির অংশ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) তারা এই ইশতেহার প্রকাশ করে। এ সময় চলমান কমিটির ১৭টি বাস্তবায়িত প্রতিশ্রুতি ও ৩১টি ইশতেহার ঘোষণা করা হয়।

উল্লেখযোগ্য ইশতেহারগুলোর মধ্যে করোনার সময়ে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালনকালে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতকরণের উদ্যোগ গ্রহণ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ গ্রহণ, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উচ্চশিক্ষার জন্য সরকারি সহায়তায় বিশেষায়িত ‘জয়-বাংলা স্কলারশিপ’ প্রবর্তনের বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ ও বিদ্যমান ‘বঙ্গবন্ধু স্কলারশিপ’ ও প্রধানমন্ত্রী স্কলারশিপে শিক্ষকদের সুযোগ সম্প্রসারণ, শিক্ষকদের জন্য বিদ্যমান ডরমিটরির প্রয়োজনীয় সংস্কার এবং নির্মাণাধীন ডরমিটরিরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করা হয়।

এছাড়াও, কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণ, শিক্ষকদের জন্য মাসিক গবেষণা ভাতা প্রদানের উদ্যোগ গ্রহণ, বিশ্ববিদ্যালয়কে কুমিল্লা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা, আধুনিক ও মানসম্মত কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ, পুর্ণাঙ্গ আধুনিক মেডিকেল সেন্টার স্থাপন এবং সপ্তাহে ৭ দিন ও ২৪ ঘন্টা সেবা নিশ্চিত করা, ঢাকা ও চট্টগ্রাম মহাসড়ক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত চার লেন বিশিষ্ট সড়ক নির্মাণের জন্য প্রশাসনের মাধ্যমে উদ্যোগ গ্রহণ, শিক্ষকদের কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য ভাতা চালুর উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করা হয় ইশতেহারে। আগামী ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাউঞ্জে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580