সোমবার, ৩০ জুন ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :

ফেরিতে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার বন্ধের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২৮২ পাঠক পড়েছে

ফেরিতে অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরনের যাত্রীবাহী গাড়ি ও সাধারণ যাত্রী পারাপার বন্ধ রাখার জন্য নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। শুক্রবার সকাল থেকে এ নির্দেশনা কার্যকরা করা হচ্ছে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে বিআইডব্লিউটিসি নির্দেশনা জারি করেছে। আজ (শুক্রবার) সকাল থেকে এ নির্দেশনা বাস্তবায়নের কথা রয়েছে।

বিআইডব্লিউটিসির নির্দেশনায় বলা হয়, আজ থেকে ফেরিতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580