আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনার টিকার ডোজ পেতে চলেছেন দেশের নাগরিকরা। টিকার অনুমোদন দেওয়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার টুইটারে তিনি এক ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়েছেন।
ট্রাম্প বলেছেন, ‘২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রথম টিকাটি দেওয়া হতে যাচ্ছে। জরুরি ভিত্তিতে ওই টিকা ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে’। তিনি বলেছেন, ‘ফিডেক্স এবং ইউপিএসের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকায় ফাইজারের টিকা দ্রুত দেশে আনতে যাচ্ছি। প্রতিটি রাজ্যে ওই টিকা শিগগিরই পৌঁছে যাবে।’ প্রথম দেশ হিসেবে মঙ্গলবার ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু করেছে ব্রিটেন। এর পরপরই বাহারাইন, কানাডা, সৌদি আরব ও মেক্সিকো টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে।
গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ফাইজারের টিকার জরুরি অনুমোদন না দিলে খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান স্টিফেন হাহনকে বরখাস্তের হুমকি দিয়েছে হোয়াইট হাউজ। এর পরই শুক্রবার টিকার অনুমোদন দেওয়া হয়। ফাইজার ছাড়াও দেশীয় প্রতিষ্ঠান মর্ডানার কাছ থেকে ১০ কোটি ডোজ টিকা কিনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি মাসেই দুই কোটি মানুষকে টিকা দেওয়ার কাজ শেষ করতে চায় ট্রাম্প প্রশাসন।