খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যার সাড়ে ৭টার দিকে মাটিরাঙ্গার চৌধুরী ঘাট এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী জোনের ক্যাপ্টেন আহাদুজ্জামান শুভ‘র নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় ৪৯.৪৬ ঘনফুট বিভিন্ন প্রজাতির কাঠ জব্দ করে।
মাটিরাঙ্গা থেকে ইব্রাহিম হোসেন জানান, মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন আহাদুজ্জামান শুভ বলেন, দীর্ঘদিন ধরেই কিছু সংঘবদ্ধচক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে কোটি কোটি টাকার কাঠ পাচার করে আসছে। এ অভিযান অব্যহত থাকবে অবৈধভাবে কাঠ পাচারের সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবেনা বলেও জানান তিনি।
মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আলমগীর হোসেন জানান, পরিত্যক্তভাবে জব্দকৃত কাটগুলো অবৈধ, আটককৃত কাঠের আনুমানিক বাজারমুল্য প্রায় ২৫ হাজার টাকা হতে পারে বলে জানান তিনি। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক একজন কাঠ ব্যবসায়ী বলেন উদ্ধারকৃত কাঠের মূল্য লক্ষাধিক টাকার উপরে হবে। উল্লেখ্য রাঙ্গামাটি বন সার্কেলের দায়িত্বে নিয়োজিত বন সংরক্ষক মো: সুবেদার ইসলাম এর কর্তব্যকর্মে উদাসীনতায় ও দায়িত্বে অবহেলার কারনে খাগড়াছড়ি বন বিভাগসহ তার নিয়ন্ত্রিত ৬টি বন বিভাগে চলছে হরিলুট। চলছে শত শত কোটি টাকার কাঠ পাচার। যা দেখার কেউ নেই।