ঈদের আগে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখতে ১৫, ১৮ ও ১৯শে জুলাই পূর্ণদিবস ব্যাংক লেনদেন চলবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন করা যাবে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লেনদেন পরবর্তী সময়ের কাজ গোছানোর জন্য ব্যাংক খোলা রাখা যাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঈদের আগে ১৭ ও ২০শে জুলাই তৈরি পোশাক শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। এই দুইদিন সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ব্যাংক লেনদেন করা যাবে।