লালমনিরহাটের আদিতমারী উপজেলার লোহাকুচি সীমান্তে বিএসএফের গুলিতে সুবল চন্দ্র (৩২) ওরফে সাদ্দাম নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফের কৈমারী ক্যাম্পের সদস্যদের গুলিতে তার মৃত্যু হয়।
নিহত সাদ্দাম আদিতমারী উপজেলার ভেলাবড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের পেলকো বর্মনের ছেলে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় সাদ্দামসহ ১৫/২০ জনের একটি দল বুধবার ভোরে গরু আনার জন্য লোহাকুচি সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে যায়। এ সময় ভারতীয় ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের কৈমারী ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি চালায়। ওই গুলিবিদ্ধ হয়ে মারা যান সাদ্দাম। পরে দুপুরে ভারতের কোচবিহার জেলার সিতাই থানা পুলিশ সাদ্দামের লাশ ভারতের ভেতরে নিয়ে যায়।
বিজিবি সূত্র জানায়, ভারতের অভ্যন্তরে একজনের লাশ পড়ে থাকার কথা তারা শুনেছেন।
আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, তার ইউনিয়নের বাসিন্দা সাদ্দাম বিএসএফের গুলিতে মারা গেছেন। তার লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম বলেন, ভোরে ক্যাম্পের সদস্যরা গুলির আওয়াজ পেয়েছেন। তবে বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে।