করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা মাহবুব হাবিব ও মা রহিম খাতুন। তাদেরকে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হচ্ছে।
বুধবার দুপুরে এ খবর পেয়ে দেশে ফিরে আসছেন মুশফিকুর রহিম। তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ না খেলেই তিনি আজ রাতে দেশে চলে আসছেন। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, মুশফিকের মা–বাবার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় কাল রাতেই তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘এ মুহূর্তে মুশফিক এবং তাঁর পরিবারের প্রতি আমাদের শুভকামনা থাকবে। এ মুহূর্তে এটাই আসল। সেভাবেই চিন্তা করা হচ্ছে। উনি দেশে ফিরে যাচ্ছেন। সেখানে গিয়ে পরিবারের অবস্থা বুঝলে তারপর বলা যাবে। আমাদের পুরোপুরি সহানুভূতি ও শুভেচ্ছা রইল তাঁর পরিবারের প্রতি।
তবে জিম্বাবুয়ের জৈব সুরক্ষাবলয় থেকে বেরিয়ে দেশে ফিরলে অস্ট্রেলিয়া সিরিজের আগে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাঁকে। এতে সময়মতো অস্ট্রেলিয়া সিরিজের জন্য দলের সঙ্গে জৈব সুরক্ষাবলয়ে থাকতে পারবেন না তিনি। তাই টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য মনস্থির করেছিলেন মুশফিক। কিন্তু মা-বাবার অসুস্থতায় পুরো পরিস্থিতিই বদলে গেল।