স্টাফ রিপোর্টার : তৃতীয় ধাপে দেশের ৬৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। এই ধাপের সবগুলোতেই ব্যালটে ভোট হবে। সোমবার বিকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার ১০ জানুয়ারি। ৩০ জানুয়ারি সকাল আটটা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে প্রথম ধাপে ২৫টি এবং দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিকে করোনার কারণে ঝুলে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে ২৭ জানুয়ারি।
সাধারণ ওয়ার্ড ৩০, ৩৭, ৪০ এবং সংরক্ষিত ওয়ার্ড ৬ এর প্রার্থীর মৃত্যুর কারণে এসব ওয়ার্ডে পুনরায় তফসিল হবে, তবে যারা প্রার্থী আছেন তারা বহাল থাকবেন তাদের আর নতুন করে মনোনয়ন জমা দিতে হবে না। ভোটগ্রহণ একইসঙ্গে ২৭ জানুয়ারিতে হবে।