সুবর্ণা মোস্তফা, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির নির্বাচন ২০২১ এ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে আওয়ামীপন্থী নীল দল সমর্থিত শামীম-কামাল প্যানেল।
রবিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন শেষে রাতে প্রাথমিক ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নীল দলের শামীম-কামাল প্যানেল হতে সভাপতি পদে জয়লাভ করেছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম। সভাপতি পদে তিনি পেয়েছেন ১০৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রার্থী নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী পেয়েছেন ৮৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি পেয়েছেন ১২৭ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রার্থী একই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন পেয়েছেন ৬৮ ভোট।
এছাড়া এ প্যানেলের অন্যান্য জয়ী প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে মোহাম্মদ মাকসুদুল করিম, মো. সাদেকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক- মো. মোকাদ্দেস-উল-ইসলাম, কোষাধ্যক্ষ মো. আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমীন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শাহ একলিমুর রেজা।
কার্যকরী সদস্যের ৭ টি পদে যথাক্রমে ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, মো. রশিদুল ইসলাম শেখ, ড. মোহাম্মদ জুলহাস মিয়া, ড. সজল চন্দ্র মজুমদার, মো. তোফায়েল আহমেদ, মো. নাজমুল হক এবং মো. আমান মাহবুব বিজয়ী হয়েছেন।
নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে নীল দলের ২টি প্যানেল থেকে ১৫ জন করে ৩০ জন এবং সাদা দল থেকে ৩ জনসহ মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। মোট ভোট দিয়েছেন ২০০ জন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোটাররা সামাজিক দূরত্ব বজায় রেখেই ভোট দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা কার্যক্রম শেষ করতে পারায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’