এসো ডানকুনি, শিং, কই; মৃগেল, চিতল এসো।
শোল ও বোয়াল কাতল,রুই,ইলিশের ঘ্রাণ এসো,
কতটা গভীর রয়েছে নদী,কতটা —
শুকিয়েছে বিল-ঝিল।
এসেছে ডিসেম্বর, বুঝে নাও বাংলাদেশ।
এসো টুনটুনি,সাত ভাই এসো, এসো শালিকের দল,
এসো হে সবুজ টিয়ে,লেজ ঝোলা এসো, এসো মাছরাঙা, চড়ুই, ফিঙে,দোয়েল শ্যামা হে এসো,
কতটা বৃক্ষ হয়েছে নিধন, রোপন হয়েছে কত,
বুঝে নেবে আজ এসো।
খাঁচা ভেঙ্গে এসো তোতা ময়না,
বুঝে নাও বাংলাদেশ।
বাঘডাসা এসো,বনের বিড়াল,বানর,হুনু,
ক্ষুদে খরগোশ,কালো ভুল্লুক,
ছুটে এসো ওহে রুপের হরিণ,
বনোভুমি মেপে নাও,এসেছে ডিসেম্বর-
বুঝে নাও বাংলাদেশ।
কোথায় তুমি পদ্মার ঢেউ, কই তিস্তা ও মধুমতী;
নবগঙ্গা,গড়াই কোথায় যমুনা,কালীনদী
ভরা জোয়ারে হাটুজল নিয়ে কেমন আছ তোমরা?
ছুটে ছুটে এসো,আজ এসেছে ডিসেম্বর —
বুঝে নাও বাংলাদেশ।
একটি ফুলকে বাঁচাতে যে তুমি যুদ্ধ করেছো মুক্তি,
এসেছে ডিসেম্বর,
কতটা ফুলেল হয়েছে এদেশ, দ্যাখো–
বুঝে নাও বাংলাদেশ।
কতটা রক্ত ঝরিয়েছো বীর
কতটা সবুজ হয়েছে স্বদেশ সিঞ্চিত শোণিতে।
কবর ফুঁড়ে ওঠে এসো শহীদ, বুঝে নাও বাংলাদেশ।