গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গে মৃত্যুর সংখ্যা কমেছে। শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন। শুক্রবার মারা গিয়েছিলেন ২০ জন। ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫০ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৮ দশমিক ৯৬ শতাংশ।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সুত্রে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বিভাগের ছয় জেলায় ৩৮৫ জনের নমুনা পরীক্ষায় ১৫০জন পজিটিভ শনাক্ত হন। একই সময়ে পজিটিভ শনাক্ত হয়ে বরিশাল ও ঝালকাঠীতে ১ জন করে মারা যান।
বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা সংক্রান্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, এ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গে মারা গেছেন আরও ১০ জন। হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১৬৯ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জন পজিটিভ শনাক্ত হন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫২ শতাংশ।
বরিশাল জেলায় ১৬২ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৬ দশমিক ৯১। ভোলা জেলাতে শনাক্তের হার ৪৫ দশমিক শূন্য ৫ শতাংশ। এ জেলাতে ৯১ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের পজিটিভ শনাক্ত হয়।
পিরোজপুর জেলায় ৪২ জনের নমুনা পরীক্ষায় ১৬ জন পজিটিভ শনাক্ত হয়েছে। এ জেলাতে শনাক্তের হার ৩৮ দশমিক ১০ শতাংশ। প্রায় সমসংখক ৩৮ দশমিক ৯৬ শতাংশ শনাক্তের হার ঝালকাঠী জেলায়। এ জেলায় ২৪ ঘন্টায় ১৩ জনের নমুনা পরীক্ষায় ৫ জন পজিটিভ শনাক্ত হন।
বরগুনা ও পটুয়াখালীতে শনাক্তের হার যথাক্রমে ১৪ দশমিক ২৯ এবং ১৫ দশমিক ৭১। বরগুনায় ৭ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং পটুয়াখালীতে ৭০ জনের নমুনা পরীক্ষায় ১১ জন পজিটিভ শনাক্ত হন।
শেবাচিম হাসপাতাল সুত্রে জানা গেছে, এ হাসপাতালের করোনা ইউনিটে ৩০০ জন চিকিৎসাধীন আছেন। তার মধ্যে ১২২ জন পজিটিভ শনাক্ত।