কক্সবাজারের চকরিয়ার টানা বৃষ্টি পাতের কারণে ১৮ টি ইউনিয়ন একটি পৌরসভার মানুষ পানি বন্দী। শ্রাবণে ভারী বর্ষনে পাহাড়ি ঢলের বৃষ্টির পানি আসতে শুরু করে লাম আলীকদম পাহাড় থেকে ক্রমে ক্রমে বন্যা প্লাবিত হল পুরো চকরিয়া উপজেলা এবং উপকূল জুড়ে থৈই থৈই পানির অবস্থা, ঢুকে গেল মাতামুহুরি চকরিয়ার প্রতিটি পয়েন্ট বন্যার পানি, এ-অবস্থায় বন্যা কবলিত ২০০ শত পরিবারকে সহায়তা দিয়েছেন পৌরসভা ছাত্রলীগের তরুণ নেতা মিজবাহ উদ্দীন বাপ্পী ।
তিনি দৈনিক আজকের সংবাদ কে বলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান ভাইয়ের পক্ষ থেকে অসহায় পানি-বন্ধী দুইশত পরিবারকে শুকনো খাবার প্রদান করি, এসময় পৌর ছাত্রলীগের আরেক নেতা বলেন, আমরা নদীতে বিলীন হয়ে যাওয়া পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করতে পেরে নিজেদেরকে ভাগ্যবান মনে করি।