রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

চিরুনি অভিযানে এডিস নিয়ন্ত্রণে আসবে : তাপস

নিজস্ব প্রতিবেদক : 
  • প্রকাশিত সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ১৯৯ পাঠক পড়েছে

চিরুনি অভিযানে এডিস নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। পাশাপাশি তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

বুধবার (৪ আগস্ট) খিলগাঁওয়ের পিডব্লিউডি কলোনিতে মশক নিধন কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে শেখ তাপস এ কথা বলেন।

মেয়র বলেন, ‘আমাদের এলাকায় যে সরকারি আবাসনগুলো আছে, আমরা তাদেরকে চিঠি দিয়েছি, সতর্ক করেছি। আমরা বলেছি তারা যেন সেগুলো পরিষ্কার করেন। আপনারা লক্ষ্য করেছেন, আজকেও আমি পরিদর্শনে এসে দেখলাম- এখানে লার্ভা পাওয়া গেছে। এটি আসলে খুবই দুঃখজনক।

শেখ ফজলে নূর তাপস আরও বলেন, আমরা যদি নিজেরা নিজেদের এলাকা পরিষ্কার না রাখি, উৎসগুলো নিধন না করি, কোনো জায়গায় যেন পানি জমতে না পারে-সে বিষয়ে সচেতন না হই, তবে এটা (ডেঙ্গু নিয়ন্ত্রণ) অত্যন্ত দুরূহ। তারপরও আমরা কাজ করে চলেছি। আমরা আশাবাদী, এই চিরুনি অভিযানের ফলে ডেঙ্গু রোগী বা এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে রাখতে পারব।’

যেখানে সরকারি আবাসন সেখানেই নোংরা, অপরিচ্ছন্নতা দৃশ্যমান- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এখন কঠোর হচ্ছি, জরিমানা করছি। তারপরও আমরা দায়িত্বহীনতা ও উদাসীনতা লক্ষ্য করছি। এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা যদি সবাই দায়িত্বশীলভাবে কাজ করি তাহলে এটার বিস্তার বন্ধ হবে। আমরা এখন ঘরে ঘরে যেয়ে ব্যবস্থা নিচ্ছি।’

জনগণ সচেতন না হলে ১ কোটি ২০ লাখ জনবসতির এই শহরে এডিস নিয়ন্ত্রণ কার্যক্রম কষ্টসাধ্য ও দুরূহ উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, ‘তারপরও আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু দীর্ঘ মেয়াদে যদি ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে সবার দায়িত্বশীলতা-সচেতনতা অত্যন্ত জরুরি।’

এর আগে মেয়র শেখ ফজলে নূর তাপস টিটি পাড়া পাম্প স্টেশন সংলগ্ন মাণ্ডা খালে বৃক্ষরোপণ করেন। পরে মতিঝিল টি অ্যান্ড টি কলোনিতে মশক নিয়ন্ত্রণ, সেগুনবাগিচা ও ইস্কাটন গার্ডেন রোডে নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের এবং সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580