 
																
								
                                    
									
                                 
							
							 
                    গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী পূর্বপাড়া এলাকা থেকে এক নবজাতকের (মেয়ে) মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।
বুধবার দুপুরে কোনাবাড়ী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কোনাবাড়ী মেট্রোপলিটন থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার উঝা জানান, কোনাবাড়ী পূর্বপাড়া এলাকায় পরিত্যক্ত জায়গায় এক নবজাতকের (মেয়ে) মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ওই নবজাতকের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে তার বয়স এক দিন।
ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এসআই তাপস।