সম্প্রতি খুলনার শিয়ালি, পটুয়াখালীর কলাপড়া, মৌলভীবাজারের কুলাউড়াসহ দেশের নানানস্থানে সাম্প্রদায়িক উস্কানি এবং ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে অব্যাহত হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবর দখল প্রক্রিয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ দুমকি উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় দুমকি- বাউফল সড়কের প্রেসক্লাব চত্বরের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দুমকি উপজেলা শাখার সভাপতি সুকুমার চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জল কুমার দাসের পরিচালনায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন- ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাদ মতুয়া মিশন, পটুয়াখালী জেলা শাখার সভাপতি দিপক চন্দ্র দাস সহ কয়েকশত নারী পুরুষ।
এসময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলমান এক সাথে বসবাস করে। কিন্তুু দেশে সংখ্যালঘুদের উপর বিভিন্ন সময় নির্যাতন করা হলেও কোন বিচার পাওয়া যায় না। তাই একই ধরনের অপরাধ দেশে বেড়েই চলেছে। সম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে খুলনার শিয়ালি, পটুয়াখালীর কলাপড়া, মৌলভীবাজারের কুলাউড়ার ঘটনায় অভিযুক্তদের চিন্তিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।