পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন আফগানিস্তানে অবস্থানরত তিনজন বাংলাদেশিকে ইতোমধ্যে দেশে ফেরানো হয়েছে, বাকিদের ফেরাতেও সরকার সহায়তা করবে। এ অবস্থায় বাংলাদেশিদের আফগান সফরে না যেতে অনুরোধ করেছেন তিনি।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বাংলাদেশে ভয়ের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে এখনও ৭ বাংলাদেশি রয়েছেন বলে জানান তিনি।
তিনি বলেন, আফগানিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা। এছাড়াও তালেবানদের পরিবর্তন হয়েছে, কাতার ঢাকাকে এমনটি আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন তিনি।
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ চায় আফগানিস্তানের জনগণের মতামত প্রতিফলিত হোক। আফগানিস্থানে স্থিতিশীল যে কোনো সরকারের সাথে কাজ করবে বাংলাদেশ। তবে বাংলাদেশ আফগানিস্তানে অন্য কোনো দেশের উপস্থিতি চায় না।
আফগানিস্তানে আগের মত কালো অধ্যায়ের সূচনা হবে না বলে প্রত্যাশা বাংলাদেশের, এমনটিই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।