রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে তারা মারা যান।
এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গে ৫ জন মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায়ও এখানে মারা যান ১০ জন।
এ নিয়ে চলতি মাসের ১৭ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মারা গেলেন ২৩৫ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৯৪ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১১৩ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ২৮ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ২ জন, নওগাঁর একজন এবং পাবনার ২ জন। এদের মধ্যে ৬ জন নারী এবং ৪ জন পুরুষ।
বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ৪ জনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।
হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩জন। মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি ছিলেন ২৯৯ জন।
এর মধ্যে করোনা পজিটিভ রোগী ১৮১ জন, উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ৭৭ জন। এছাড়া করোনামুক্ত হওয়ার পর পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫৬ জন।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, সোমবার রাজশাহীতে ৭০১ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৪১ ভাগ।