কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় প্রথম দিনে সাক্ষ্য দেওয়া মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসকে তিন আসামির জেরা দিয়ে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
সাক্ষ্যগ্রহণের প্রথম দিন সোমবার ১৫ আসামির মধ্যে ১২ জনের আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন। মূলতবি ছিল তিনজনের জেরা।
লতবি জেরার তিন আসামি হলেন- টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী এবং এএসআই লিটন মিয়া। সকাল পৌনে ১০টায় কক্সবাজার জেলা কারাগার থেকে প্রিজেন ভ্যানে করে ১৫ আসামিকে পুলিশ পাহারায় আদালতে আনা হয়েছে।
পিপি ফরিদুল বলেন, তিন আসামির জেরা শেষ হলে অন্য আসামিদের সাক্ষ্য নেওয়া হবে।
গত ২৬, ২৭ ও ২৮ জুলাই সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে পিছিয়ে যায়। পরে আদালত ২৩, ২৪ ও ২৫ অগাস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে।
গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা।
এ ঘটনায় সে সময় সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় লিয়াকত আলীকে। আদালত মামলাটি আমলে নিয়ে র্যাবকে তদন্তের দায়িত্ব দেয়।